ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার সিস্টেম

তীব্র বিরোধিতা রাজ্য সরকারের

তন্ময় চক্রবর্তী,আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): গণবন্টন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের চালু করা ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার সিস্টেমের (সরাসরি নগদ হস্তান্তর) তীব্র বিরোধিতা করল রাজ্য সরকার।

২০১৩ সালের ১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু করার জন্য কেন্দ্রীয় সরকার এরই মধ্যে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে।

সেই চিঠির স্পষ্টিকরণ চেয়ে রাজ্য সরকার গত ৬ ডিসেম্বর কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠিয়েছেন বলে জানান রাজ্যের খাদ্যমন্ত্রী মানিক দে।

তিনি অভিযোগ করে বলেন, “এই সিস্টেম চালু করে কেন্দ্রীয় সরকার বর্তমান গণবন্টন ব্যবস্থায় আঘাত করতে চলছে। এই সিস্টেম যেন চালু না হয়, সেজন্য ৩০ অক্টোবর দিল্লিতে সব রাজ্যের খাদ্যমন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে রাজ্য সরকারের মতামত জানিয়ে দেওয়া হয়। ”

কেন্দ্রীয় সরকার এরই মধ্যে সারা ভারতবর্ষের ৫১টি জেলায় ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার সিস্টেম চালুর নির্দেশিকা জারি করেছে। যার মধ্যে ত্রিপুরা রাজ্যের চারটি জেলায় এই সিস্টেম চালু করার জন্য কেন্দ্রীয় সরকার চিঠি পাঠায় রাজ্য সরকারকে।

রাজ্য খাদ্যমন্ত্রী মানিক দে জানান, “রাজ্যে যদি এই সিস্টেম চালু হয় তাহলে গরিব মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ” তিনি আশংকা প্রকাশ করে বলেন, “পুঁজিপতিদের স্বার্থ চিন্তা করে কেন্দ্রীয় সরকার বর্তমান গণবণ্টন ব্যবস্থা (পিডিএস সিস্টেম) ভারতবর্ষ থেকে সরিয়ে দিতে চাইছে। ”

ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই সিস্টেমে আশংকা থেকে যাচ্ছে বলে মন্তব্য  করেন খাদ্যমন্ত্রী।

পাশাপাশি এই পদ্ধতি চালু হলে দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১২
সম্পাদনা: ‍আসিফ আজিজ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।