ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অস্ত্রসহ আত্মসমর্পণ করলো ৩ কুখ্যাত সন্ত্রাসবাদী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তিন কুখ্যাত সন্ত্রাসবাদী।
ত্রিপুরার সবচেয়ে দূরবর্তী মহকুমা গণ্ডাছড়ায় এ ঘটনা ঘটে।



আত্মসমর্পণকারী তিন যুবক কাজ করতেন বেআইনী ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটির হয়ে। তপন কুমার ত্রিপুরা, গারুজয় রিয়াং এবং মনিরাম রিয়াং নামের ওই তিন যুবকের বাড়ি গণ্ডাছড়া এলাকাতেই।

আত্মসমর্পণের সময় তারা জমা দিয়েছেন একটি একে-৪৭ রাইফেল, ৯০টি বুলেট এবং ছয়টি চাঁদার নোটিশ।

শনিবার রাতে আসাম রাইফেলস জওয়ানদের কাছে তারা এ আত্মসমর্পণ করেন। এখনো তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। সেনাবাহিনীর জোয়ানরাই তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে আত্মসমর্পণ করেছিল আরো চারজন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১২
প্রতিবেদন: তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।