ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় সিপিএম শ্রমিক সমাবেশ করল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  বিশাল শ্রমিক সমাবেশ করল সিপিএম। রোববার দুপুরে আস্তাবল ময়দানে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু’র (সিআইটিইউ) ডাকে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।

সমাবেশ থেকে স্লোগান তোলা হয়, ত্রিপুরায় সপ্তম বামফ্রন্ট সরকার গড়েই রক্ষা করতে হবে শ্রমিকের অধিকার।
সমাবেশে এক বক্তব্যে সিটুর সর্বভারতীয় সভাপতি এ কে পদ্মনাভন বলেন, “সারা দেশ আজ তাকিয়ে ত্রিপুরার

দিকে। সারা দেশে শ্রমিকরা ভয়ংকর হুমকির সম্মুখীন। একদিকে, কারখানা বন্ধ হচ্ছে, কাজ হারাচ্ছেন শ্রমিকরা। অন্যদিকে, দেশের দরজা বিদেশিদের জন্য খুলে দিচ্ছেন শাসকগোষ্ঠী। ”

পদ্মনাভন বলেন, “শ্রমিকের স্বার্থে একমাত্র কথা বলে বামপন্থীরা। দেশের বিভিন্ন জায়গায় বামপন্থীদের সাময়িক বিপর্যয়ে প্রতিক্রিয়াশীল শক্তি দারুণ উচ্ছ্বাসিত। ত্রিপুরায় বামপন্থীদের আগামী নির্বাচনে জয়ী করে গোটা দেশে বার্তা পাঠানো জরুরি। ”

তিনি বলেন, “ত্রিপুরায় আন্দোলনের দীর্ঘ এবং গৌরবময় ইতিহাস রয়েছে। আমরা নিশ্চিত ত্রিপুরা আগামী নির্বাচনে রায় দেবে বামপন্থীদের পক্ষে, মানুষের পক্ষে। ”

মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “মানুষকে মানুষ হিসেবে বাঁচার অধিকার দিয়েছে বামফ্রন্ট। এখানে আমরা মানুষের অধিকার যেমন সুরক্ষিত করেছি, তেমনি করেছি কাজের ব্যবস্থা। শ্রমিকের কাজ যেন সবসময় থাকে, সে ব্যাপারটিও আমরা মাথায় রাখছি। ”  

তিনি আরো বলেন, “ত্রিপুরায় কোনো শ্রমিক কাজ হারায় না। ঋণের দায়ে কোনো কৃষকে আত্মহত্যা করতে হয় না। সারাদেশের সঙ্গে ত্রিপুরার পার্থক্য এখানেই। তাই বামফ্রন্ট সরকার এখানে বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে।

সমাবেশে সিআইটিইউর রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সারা রাজ্য থেকে শ্রমিকরা স্বত‍ঃস্ফূর্তভাবে এই সমাবেশে যোগ দেন।

বংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।