ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পূজার প্রসাদ খেয়ে অসুস্থ দেড়শ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): পূজার প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় দেড়শ মানুষ। ঘটনা ত্রিপুরার উদয়পুর মহকুমায় রোববার রাতে।

অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদয়পুরের রিয়াং পাড়াতে রোববার কের পূজা হয়। এই পুজা ত্রিপুরার আদিবাসীদের পূজা। পূজায় প্রসাদ হিসাবে মাংস-ভাত খাওয়ান হয়। রাত থেকেই ঐ এলাকায় মানুষ অসুস্থ হতে শুরু করেন।

মহকুমার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সব মিলিয়ে প্রায় দেড়শ আক্রান্ত। ১২৭ জনকে ভর্তি করা হয়েছে উদয়পুর মহকুমা হাসপাতালে। স্থানীয় হাসপাতালেও ভর্তি আছেন বেশ কিছু লোক।

খ‍াদ্যে বিষক্রিয়ার কারণেই এমন হয়েছে বলে চিকিৎসকদের অভিমত।

স্বাস্থ্য দপ্তর থেকে এলাকায় স্বাস্থ্য শিবির করা হয়েছে সোমবার। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গেছেন প্রশাসনের কর্মকর্তারা। এলাকায় গেছেন স্থানীয় বিধায়কও।

বাংলাদেশ সময় : ১৭৫২ ঘন্টা, ডিসেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।