আগরতলা (ত্রিপুরা): চার দফায় ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালো কংগ্রেসের মুসলিম শাখা।
কংগ্রেসের মাইনরিটি সেলের (মুসলিম শাখা) এ দাবিতে রাজনৈতিক মহল অবাক।
কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়াঁ জানিয়েছেন, তারা চান রাজ্যের বিধানসভা নির্বাচন হোক চার দফায়।
তিনি বলেন, “২০০৩ এবং ২০০৮ সালের নির্বাচনে রাজ্যের বেশিরভাগ মুসলিম অধ্যুষিত এলাকার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যে কারণে বামফ্রন্ট জিতে গেছে বহু আসনে। তাই এবার চার দফায় নির্বাচনের দাবি জানাচ্ছি। ”
কংগ্রেসের এ নেতা বা তার দলের পক্ষ থেকে আগে কখনই বলা হয়নি যে, ২০০৩ এবং ২০০৮ সালে বহু মুসলিম ভোটার ভোট দিতে পারেননি। এবারই বলা হল প্রথম। তাছাড়া তিনি জানাননি ঠিক কী কারণে শেষ দুইবার মুসলিম অংশের ভোটাররা ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন।
বিল্লাল মিয়াঁ জানিয়েছেন, চার দফায় নির্বাচন ছাড়াও তারা চান মুসলিম অংশের মানুষের জন্য বিধানসভায় আসন সংরক্ষিত থাকুক। এসব দাবিতে আগামী ২০ ডিসেম্বর তারা রাজভবন অভিযান করবেন বলে জানান বিল্লাল।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১২
সম্পদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিরট/একে