ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে ঘন কুয়াশা

বিমান ও ট্রেন চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
বিমান ও ট্রেন চলাচল ব্যাহত

ঢাকা: ঘন কুয়াশার দ্বিতীয় দিনে সোমবার নয়াদিল্লিতে ১৬টি ফ্লাইট এবং ৪০টি ট্রেন দেরিতে ছেড়েছে। এছাড়া তিনটি ফ্লাইট ও দুটি ট্রেন বাতিল করা হয়েছে।


 
কুয়াশার ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি রানওয়েতেই দৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া ভারতের পুরো উত্তর‍াঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। উত্তর প্রদেশের আগ্রা, মধ্য প্রদেশের গোয়ালিয়র ও সাতনা, পাঞ্জাবের পাতিয়ালা এবং রাজস্থানের চুরু এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। এসব এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে এসেছে। ‌ ঘন কুয়াশার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ থাকায় জনজীবনও বির্পযস্ত হয়ে পড়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিমান ওড়ার জন্য ১২৫ মিটারের পর্যাপ্ত দৃষ্টিসীমা না থাকায় অনেক বিমান সময়মতো ছেড়ে যেতে পারেনি।

এর আগে গত রোববার ঘন কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সব বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিলো। এদিন প্রায় একশ’ ফ্লাইট বিলম্বে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।