ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে উচ্ছেদের প্রতিবাদ

মালিক দম্পতিকে আগুনে পুড়িয়ে মারলো চা শ্রমিকরা

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
মালিক দম্পতিকে আগুনে পুড়িয়ে মারলো চা শ্রমিকরা

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের তিনসুকিয়া রাজ্যে বুধবার সন্ধ্যায় চা বাগান শ্রমিকরা বাগান মালিক দম্পতিকে নিজ বাংলোতে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

মারা যাওয়া বাগান মালিকের নাম মৃদুল কুমার ভট্টাচার্য এবং তার স্ত্রীর নাম রিতা।

আগুনে তাদের শরীর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। বাগানটির পরিচালকদের সঙ্গে গত দু’ সপ্তাহ ধরে শ্রমিকদের বিবাদ চলে আসছিল।

স্থানীয় কর্মকর্তা এসএস মিনাক্ষী সুন্দরাম সংবাদ মাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যার দিকে প্রায় ৭০০ শ্রমিক তাদের বাংলোটি ঘেরাও করে।

জানা যায়, পরিচালক কমিটি থেকে কয়েকজন শ্রমিককে তাদের বাসভবন ছেড়ে দিতে বলা হয়। শ্রমকিরা বাসভবন ছাড়তে অসম্মতি জানালে মালিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়।

গ্রেফতারের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শ্রমিকরা বুধবার সন্ধ্যায় মালিকের বাংলো ঘেরাও করে। এ সময় তারা আগুন লাগিয়ে দিলে বাংলোতে অবস্থান করা মালিক দম্পতি আগুনে পুড়ে মারা যান বলে পুলিশ জানায়। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় তাদের ব্যবহৃত দুটি গাড়িও ভাঙচুর করে।

এদিকে, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। বাগানটি শ্রমিক অসন্তোষ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি। ”

আসামের স্বরাষ্ট্র সচিব জিডি ত্রিপতি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। এছাড়া চা বাগানটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ভারত প্রতি বছর যে পরিমাণ চা উৎপাদন করে থাকে তার অর্ধেকের বেশি আসে আসামের ৭০০ চা বাগান থেকে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।