ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ছাত্র ফেডারেশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রোববার ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় ভারতের ছাত্র ফেডারেশনের (এসএফআই) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এদিন ছাত্র যুব ফেডারেশনের পক্ষ থেকে রাজধানীর পেরাডাইস চৌমুহনীতে ছাত্র-যুব ভবন প্রাঙ্গণে মূল কর্মসূচি পালন করা হয়।


 
শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভারতের ছাত্র যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুন দেব ও ফেডারেশনের সর্বভারতীয় সভানেত্রী নিলাঞ্জনা রায়।

এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, শিক্ষার কেন্দ্রীয়করণ-বাণিজ্যিকীকরণ প্রতিহত কর, শিক্ষার মানোন্নয়নে গড়ে তোল সপ্তম বামফ্রন্ট সরকার।

সভানেত্রী নিলাঞ্জনা রায় তার বক্তব্যে বলেন, “কেন্দ্রীয় সরকার শিক্ষার ওপর যে আক্রমণ করে চলেছে, তার বিরুদ্ধে ভারতের ছাত্র যুব ফেডারেশনের তীব্র আন্দোলন অব্যাহত থাকবে। ”

তিনি আরো বলেন, “ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থাসহ অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা একমাত্র বামফ্রন্ট সরকার থাকার কারণে সম্ভব হয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।