আগরতলা (ত্রিপুরা): সারা ভারত যখন নারী নির্যাতনের বিরুদ্ধে সরব, তখন ধর্ষণ করতে গিয়ে ধরা পড়লেন আসাম কংগ্রেসের এক বিধায়ক। দিল্লি ধর্ষণের ঘটনায় খানিকটা কোণঠাসা অবস্থা কেন্দ্রের।
বুধবার রাতে নামনি অসমের চিরাং জেলায় ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন আসাম কংগ্রেস বিধায়ক বিক্রম সিংহ ব্রহ্ম।
পরে গ্রামের নারীরাই তাকে মারধর করে তুলে দেন পুলিশের হাতে।
এরই মধ্যে ব্রহ্মকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের এক নেতা।
বুধবার রাতে গ্রাম পরিষদ উন্নয়ন কমিটির সাবেক চেয়ারম্যান লখেন বসুমাতারির বাড়িতে দেহরক্ষীসহ ছিলেন বিধায়ক বিক্রম ব্রহ্ম।
লখেন বসুমাতারি জানান, ঘটনাটি ঘটে রাত ২টার দিকে। স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে উঠে দেখতে পান বিক্রম সিংহ তার স্ত্রীর ওপর জুলুম করছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন।
পরে, বিক্রম সিংহ পালাবার চেষ্টা করলে তাঁকে গ্রামবাসীরা ধরে ফেলেন। রাতভর তাকে বেঁধে রাখার পর বৃহস্পতিবার সকালে পুলিশকে খবর দিয়ে শুরু হয় গণপিটুনি।
মূলত, গ্রামের নারীরাই ঝাঁটা-লাঠি নিয়ে এ কংগ্রেস নেতাকে মারধর করেন। বেলা ১২টা নাগাদ বিক্রম সিংহকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেডএম