আগরতলা (ত্রিপুরা): রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। খসড়া এ তালিকা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রাজ্য কংগ্রেসের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লির এক হোটেলে দলটির স্ক্রিনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধির থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি।
রাত আটটার পর শুরু হয় কমিটির সভা। গভীর রাত পর্যন্ত চলা সে বৈঠকে ঠিক হয়েছে কংগ্রেস প্রার্থীদের নাম। সোনিয়া গান্ধীর কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য তালিকা পাঠানো হবে।
সূত্র জানায়, এবার প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন চমক আনতে যাচ্ছে কংগ্রেস। আনা হচ্ছে বেশ কিছু নতুন মুখ। প্রার্থী তালিকায় সমাজের বিভিন্ন পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকবে।
বৃহস্পতিবার রাতের ওই বৈঠকে আসামের কংগ্রেস মুখ্যমন্ত্রী তরুণ গগই, ত্রিপুরা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক লুইজিনহু ফেলেইরো, রাজ্য কংগ্রেসের সভাপতি সুদীপ রায় বর্মণ, বিধানসভার বিরোধী দলনেতা রতন লালনাথ এবং প্রবীণ কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৩
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com