আগরতলা (ত্রিপুরা): নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম সন্তোষ প্রকাশ করেছে রাজ্যে ভোটার তালিকার কাজ নিয়ে। এতে ভুল প্রমাণিত হলো কংগ্রেসের এতদিনের অভিযোগ।
শনিবার রাজ্যে আসেন ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতের নেতৃত্বে কমিশনের এ টিম আসে রাজ্যে। সফর এবং তাদের রিপোর্টের ভিত্তিতেই ঘোষণা হবে রাজ্যের নির্বাচন।
তারা রাজ্যে ছিলেন মাত্র কয়েক ঘণ্টা। সকাল সাড়ে দশটায় কলকাতা থেকে পাঁচ সদস্যের দলটি রাজ্যে এসে পৌঁছায়। আগরতলায় এসে রাজ্য অতিথি শালায় ওঠেন তারা। সেখানে প্রথমে তারা কথা বলেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। তারপর নির্বাচন কমিশনের টিম রাজ্যের বিভিন্ন নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
বিকেলে কলকাতায় যাওয়ার আগে রাজ্য অতিথিশালায় কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জানান, এদিন তারা সবকটি জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। প্রতিটি রাজনৈতিক দল এবারের বিধানসভা নির্বাচনে কমিশনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
ভি এস সম্পত জানিয়েছেন, রাজ্যে ভালোভাবেই চলছে ভোটার তালিকার কাজ। এতে কোনো সমস্যা নেই। তিনি জানান, কেউ যদি নির্দিষ্টভাবে কোনো অভিযোগ জানায়, তবে তারা তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
নির্বাচন কমিশনের এ টিমের সফরের পরই রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে গেছেন যে, ত্রিপুরায় যথা সময়েই বিধান সভা নির্বাচন হবে।
এদিকে কমিশনের পূর্ণাঙ্গ টিমের সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। কারণ, এরই মধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস ভোটার তালিকা নিয়ে প্রচুর অভিযোগ জমা দিয়েছে কমিশনে। তাদের অভিযোগের ভিত্তিতে কয়েক দফায় পর্যবেক্ষক পাঠিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য জানানোর শেষ সুযোগ পেয়েছে এদিন।
এর পর তফশিল ঘোষণা হয়ে গেলে ভোটার তালিকা বা অন্য কিছু নিয়ে আর অভিযোগ জানাতে পারবে না।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর