আগরতলা (ত্রিপুরা): আরও কমেছে ত্রিপুরার তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা কমে দাঁড়ায় ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে বৃহস্পতিবার সকালের তাপমাত্রাই ছিল দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৯৬৪ সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৫ ডিগ্রি। ১৯৭২ সালে তাপমাত্রা নেমেছিল ২ ডিগ্রি সেলসিয়াসে।
বুধবার রাজ্যের তাপমাত্রা ছিল ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এবার বছর শেষের আগেই শীতের প্রকোপ নামে ত্রিপুরায়। মাঝে কয়েক দিন আকাশে মেঘ থাকায় তাপমাত্রা দশের উপর উঠেছিলো। শীত বিদায় নিচ্ছে বলেই ধারণা করেছিলেন সবাই।
কিন্তু এরপর গত কয়েকদিনে প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে রাজ্য। প্রতিদিনই আগের দিনের চাইতে তাপমাত্রা নেমে যাচ্ছে। বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে যতোটা উত্তপ্ত করছে, প্রকৃতি ততোটাই শীতল করছে ত্রিপুরাকে।
বৃহস্পতিবার সকাল ছিল চলতি মৌসুমের শীতলতম সকাল।
প্রচণ্ড ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে ত্রিপুরার জনজীবন। রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম। সন্ধ্যা হলেই শুনশান হয়ে পড়ছে রাস্তাঘাট। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী মানুষ। তারা কাজের জন্যেও বের হতে পারছেন না।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে নি। গত তিনদিন যাবৎ এ অবস্থা বিরাজ করছে। সূর্য না ওঠার কারণেই শীতের দাপট বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কুয়াশার আক্রমণ। বেলা এগারটা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে রাজধানী। আর সন্ধ্যা নামতেই ফের কুয়াশার আক্রমণ।
তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর