আগরতলা (ত্রিপুরা): রাজ্য কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতে দিল্লি থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় কংগ্রেস ৪৮টি কেন্দ্রে প্রার্থী দেবে। বাকি ১২ টি কেন্দ্র তারা ছেড়েছে জোট শরিক আই এন পি টি’র জন্য।
৪৮টি আসনের মধ্যে শুক্রবার রাতে ৪৭টি আসনের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। মাতাবাড়ি আসনটিতে এখনো কারোর নাম ঘোষণা করেনি কংগ্রেস দল।
যে ৪৭ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে ১৮ জন নতুন প্রার্থী। এক্ষেত্রে বামফ্রন্টের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে কংগ্রেস। কারন বামফ্রন্ট মাত্র ১২টি আসনে নতুন মুখ দিয়েছিল। কংগ্রেসের প্রার্থী তালিকায় রয়েছে চার জন মহিলা। তারা সবাই উপজাতি অংশের।
বর্তমানে কংগ্রেসের যে দশ জন বিধায়ক রয়েছেন তারা সবাই নিজ নিজ পুরনো এলাকা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাদ পড়েছেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রাজমাতা বিভু কুমারী দেবী, জহর সাহা, বিভা নাথ, প্রবীন নেতা দিলীপ চৌধুরী প্রমুখ।
রাজ্যের দশম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি। শুক্রবার ভারতের নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।
উত্তরপূর্বাঞ্চলের আরও দুটি রাজ্য মেঘালয় এবং নাগাল্যন্ডের নির্বাচনের দিনও ঘোষণা করা হয়। মেঘালয়ে নির্বাচন হবে ২১ ফেব্রুয়ারি এবং নাগাল্যান্ডের নির্বাচন ২৩ ফেব্রুয়ারি। তিনটি রাজ্যেরই ভোট গণনা হবে ২৮ ফেব্ররুয়ারি।
এদিকে গত এক পক্ষকাল ধরে রাজ্য কংগ্রেসে চলছিল তীব্র গোষ্ঠী কোন্দল। দলীয় ভাবে প্রার্থী তালিকা প্রকাশের আগেই বিভিন্ন খবরের কাজগে এবং নিউজ চ্যানেলে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা নিয়ে নাম প্রকাশ হচ্ছে। এনিয়ে ঝামেলা বাধছে রাজ্যের বিভিন্ন স্থানে।
এইসব প্রার্থীদের নাম খবরের কাগজে দেখে কংগ্রেসের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে আক্রমণ করছে। দলীয় অফিস বন্ধ করে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১২,২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর