ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রবি ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ : উৎসবে মেতেছে শিলাইদহ

কলকাতা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
রবি ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ : উৎসবে মেতেছে শিলাইদহ

কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ উপলক্ষে দুই বাংলার বিশিষ্টজনরা আয়োজন করছেন রবীন্দ্র উৎসবের। এশিয়ার প্রথম এই নোবেলজয়ীকে সম্মানিত দুই বাংলার সংস্কৃতির ওই মিলনমেলার আয়োজন করা হয়েছে শিলাইদহের কুঠিবাড়ি প্রাঙ্গণে।

আগামী ১৮ জানুয়ারি দিনভর নানা অনুষ্ঠানের মধ্য থাকছে রবীন্দ্র বিষয়ক আলোচনার পাশাপাশি ‘গীতাঞ্জলি ১০০’ শীর্ষক গীতিআলেখ্য।

উৎসবের অংশ হিসেবে ১৯ জানুয়ারি ঢাকার বাংলা একাডেমীতেও পরিবেশিত হবে সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত এই গীতিআলেখ্যটি।

এপার বাংলার সংগঠন ‘অতন্দ্র একাত্তর’ ও  ওপার বাংলার সংগঠন ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবের পরিকল্পনা রূপায়ণে রয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান তথা ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এর সহ-সভাপতি সত্যম রায় চৌধুরী।

কলকাতা প্রেস ক্লাবে দুই সংগঠনের তরফে জানানো হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়ের শতবর্ষে, বিশ্বকবির নোবেল জয়ের শতবর্ষে, বিশ্বকবির নোবেল প্রাপ্তিতে মর্যাদা দিতে শিলাইদহের কুঠিবাড়ি প্রাঙ্গণের ওই উৎসবে অংশ নেবেন দুই বাংলার শিল্পীরা।

উৎসবে থাকবে দুই বাংলার বইয়ের স্টল। থাকবে শান্তি নিকেতনের হস্তশিল্পের পসরা। সঙ্গে চলবে পিঠা উৎসবও।


বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর,  eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।