আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন।
মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের হয়েছে কমিশনে।
মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল সাংবাদিকদের এ খবর জানান।
এর আগে গত ১৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীর একটি সাক্ষাতকার ভারতের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়।
কংগ্রেস দলের রাজ্য সভাপতি সুদীপ রায় বর্মণ নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন, ‘মুখ্যমন্ত্রী সেই সাক্ষাতকার দিয়েছিলেন মহাকরণে নিজের অফিসে বসে। সরকারি চেয়ারে বসে তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন। তিনি তার পদে বসে নিজ দলের প্রচার করেছেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী তিনি এটা করতে পারেন না। ’
কংগ্রেস দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করে।
গত ১১ জানুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে জারি হয়ে যায় আদর্শ নির্বাচন আচরণ বিধি। এর ফলে ভোটে লড়া রাজনৈতিক দলের প্রতি বেশ কিছু বিধি নিষেধ আরোপিত হয়।
আশুতোষ জিন্দাল জানিয়েছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে তোলা ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর