ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিআইএমতে যোগ দিল ৪শ কংগ্রেস কর্মী-সমর্থক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩

আগরতলা (ত্রিপুরা):  নির্বাচনের আগে ত্রিপুরায় বামদের ঘাঁটি শক্তিশালী হচ্ছে। রোববার বিকেলে প্রায় ৪শ কংগ্রেস কর্মী-সমর্থক যোগ দিয়েছেন সিপিআইএমে।

কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের কারণে এই দল ত্যাগ বলে জানা গেছে। দল ত্যগের এই ঘটনাটি ঘটেছে আগরতলার পাশেই খয়েরপুরে। ত্রিপুরায় এর আগেও প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের কারণে কংগ্রেসের বহু কর্মী-সমর্থক পদত্যাগ করেছেন ।

গত ১৩ তারিখ দিল্লি থেকে কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় নাম ছিল  রতন চক্রবর্তীর। রতন চক্রবর্তী কংগ্রেস দলের সুবক্তা হিসাবে পরিচিত। তাছাড়া ত্রিপুরায় কংগ্রেস সরকারের সময় তিনি ছিলেন মন্ত্রীও।

প্রথম তালিকায় নাম থাকলেও অজ্ঞাত কারণেই দলের তরফ থেকে ত্রিপুরার খয়েরপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থীপদ বাতিল হয়ে যায় বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। টিকিট পেয়ে যান যুব কংগ্রেস নেতা বাপ্টু চক্রবর্তী।

হটাৎ করেই হয় এই পরিবর্তন। দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রতনবাবু ও তার অনুগামীরা। ক্ষোভ উগরে দিতে শনিবার প্রায় শ`চারেক কংগ্রেস কর্মী-সমর্থক খয়েরপুর এলাকায় সিপিআইএমে যোগ দেন । তবে কংগ্রেসের প্রবীন নেতা রতন চক্রবর্তী এখনো রয়ে গেছেন কংগ্রেসেই।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।