আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সোমবার সকালে রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
১১ জনুয়ারি রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছিল। সেদিনই জানানো হয়েছিল, সরকারি বিজ্ঞপ্তি জারি হবে ২১ জানুয়ারি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।
২৯ জানুয়ারি সব মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে। ৩১ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি হবে ভোট গণনা।
এদিকে, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য বাইরে থেকে নিরাপত্তা বাহিনী আসতে শুরু করেছে রাজ্যে। এরই অংশ হিসেবে সোমবার আসে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ কোম্পানি জওয়ান।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৩
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: আসিফ আজিজ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর