ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার কুখ্যাত জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩

আগরতলা (ত্রিপুরা):  অবশেষে ত্রিপুরার কুখ্যাত জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা পুলিশের হাতে আটক হলেন।

মঙ্গলবার রাতে ত্রিপুরা সদর উত্তরের সিধাই থেকে তাকে আটক করে পুলিশ।



ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে এটি পুলিশের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

রঞ্জিত দেববর্মা বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন এটিটিএফের সর্বাধিনায়ক। তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দশটি অভিযোগ রয়েছে।

রাজ্য পুলিশের পক্ষ থেকে তার ওপর গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বেশ কয়েকটি। তার মাথার দাম পুলিশ ঘোষণা করেছিল দুই লাখ রুপি।

এটিটিএফ জঙ্গি সংগঠনটি রাজ্যে কয়েকশ’ খুন, হত্যার সঙ্গে জড়িত। এরা বরাবরই বিচ্ছিন্নতাবাদী স্লোগান তুলে ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করার দাবি তুলেছে। সেই সঙ্গে ত্রিপুরা থেকে বাঙালি অংশের মানুষকে বিদেশি আখ্যা দিয়ে সোচ্চার হয়েছে বিতাড়নের জন্য।

রাজ্যে যতগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন কাজ করছে, তার মধ্যে এটিটিএফ সবচেয়ে কুখ্যাত।

রঞ্জিত দেববর্মা এটিটিএফ বাহিনীকে নিজ হাতেই গড়েছেন। রাজ্যের নিরীহ উপজাতি যুবকদের বিভ্রান্ত করে জঙ্গি দলে ভিড়িয়েছে। এরপর তাদের অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে হিংস্র খুনি হিসেবে। যারা তার কথায় খুন, ধর্ষণ, লুটপাট, অপহরণ চালাতে দ্বিধা করে না।

বৃহস্পতিবার রঞ্জিত দেববর্মাকে আদালতে হাজির করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোন জায়গা থেকে কিভাবে তাকে আটক করা হল সে সম্পর্কে এখনও নীরব পুলিশ।

তবে, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, সিধাইয়ের বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

বংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
তন্ময়/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।