আগরতলা (ত্রিপুরা): মনোনয়নপত্র জমা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার দুপুরে সোনামুড়ায় তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার বিভিন্ন প্রান্তে মনোনয়নপত্র জমা দিয়েছেন বামফ্রন্টের প্রার্থীরা। ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। ওই দিন ১৯ জন বামফ্রন্ট প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন।
বৃহস্পতিবার দিলেন বাকি ৪১ জন বামফ্রন্ট প্রার্থী।
মুখ্যমন্ত্রী মানিক সরকার এবারও লড়ছেন তার ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে। এবার নিয়ে পরপর চারবার এই কেন্দ্র থেকে প্রার্থী হলেন তিনি। এর আগের তিনবার ধনপুরবাসী বিপুল ভোটে জয়ী করেছেন তাকে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কাটিয়েছেন ১৫ বছর। রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এতো দীর্ঘকাল ক্ষমতায় থাকেননি। এদিক থেকে রেকর্ড গড়েছেন মানিক সরকার।
বৃহস্পতিবার মানিক সরকার ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন, রাজ্যের পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, বিদ্যুৎমন্ত্রী মানিক দে, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, সমবায়মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী সহিদ চৌধুরী প্রমুখ।
এদিকে, বামফ্রন্ট মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও এখন পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থী তালিকাই ঠিক করতে পারেনি। প্রার্থী পদ ঘোষণার পর থেকেই তীব্র গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে কংগ্রেসে।
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। ২৯ জানুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা করে দেখবে নির্বাচন কমিশন। ৩১ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রাজ্যে। নির্বাচন ১৪ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
তন্ময়/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর-eic@banglanews24.com