আগরতলা (ত্রিপুরা): রাজ্যের বিভিন্ন জায়গায় শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থীরা। প্রার্থী তালিকা এখনও পুরোপুরি চূড়ান্ত না হলেও এদিন থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু করেছেন তারা।
শুক্রবার বেলা ২টার দিকে সদর মহকুমা শাসক অফিসে মনোনয়ন জমা দেন রাজ্য কংগ্রেসের সভাপতি, বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি লড়ছেন আগরতলা কেন্দ্র থেকে। ১৯৯৩ সাল থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ বাবু। প্রথম বার হেরে গেলেও ১৯৯৮ সাল থেকে টানা তিনবার জয়ী হয়েছেন এই কেন্দ্র থেকে।
এদিন কংগ্রেসের যেসব উল্লেখযোগ্য প্রার্থী মনোনয়ন দেন তারা হলেন- বিধায়ক আশিস কুমার সাহা, প্রাক্তন প্রদেশ সভাপতি সুরজিত দত্ত, বীরজিত সিনহা, বিধায়ক গোপাল রায় প্রমুখ।
কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা ছিল। মিছিল করে ঢাক-ঢোল নিয়ে সাধারণ কংগ্রেস সমর্থকরা এসেছিলেন প্রার্থীদের সঙ্গে।
জানুয়ারি মাসের ১৩ তারিখে দিল্লি থেকে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল। এর পর থেকেই প্রার্থীপদ নিয়ে কংগ্রেস নেতাদের মধ্যে সৃষ্টি হয় তীব্র অসন্তোষ। শুরু হয় গোষ্ঠী দ্বন্দ্ব। এতে আক্রমণ, দলীয় অফিস জ্বালিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটে।
এখন পর্যন্ত দু’একটি কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল মঙ্গলবার থেকে। শুক্রবারের পর মনোনয়ন জমা দেওয়ার জন্য মাত্র একটি দিন থাকবে। ফলে প্রার্থী তালিকা নিয়ে কিছু সংশয় থাকলেও এদিন কংগ্রেস নেতারা তাদের মনোনয়ন দাখিল করেছেন।
এদিকে শুক্রবারের আগে পর্যন্ত রাজ্যে মনোনয়ন জমা পড়েছে ৭০টি।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর