আগরতলা (ত্রিপুরা): ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমকামিতা অবৈধ করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর সমকামী অধিকার বিষয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে।
এদিকে সমকামিতাকে অবৈধ ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে বিতর্কের ঝড় উঠেছে গোটা ভারতেজুড়ে।
এর আগে, সুপ্রিম কোর্টের রায়ে হতাশা ব্যক্ত করেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।
সোনিয়া গান্ধী জানান, তিনি মনে করেন আগামীতে লোকসভায় এ বিষয় নিয়ে আলোচনা হবে। ভারতের নাগরিক হিসেবে প্রতিটি জনগণের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। এছাড়া ভারতের সংবিধান তার প্রতিটি নাগরিকের জীবন ওস্বাধীনতার গুরুত্ব দেয়।
তবে রাহুল গান্ধী এ বিষয়ে কিছুটা সাবধানী বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, এটি মানুষের ব্যক্তিগত বিষয়।
অন্যদিকে, বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেছেন, এই রায় নিয়ে হতাশা জানাবার কোনো কারণ নেই। রায়ে সরকারকে প্রয়োজনে আইন পরিবর্তনের সুযোগ দেওয়া আছে।
সিপিএম-এর পক্ষ থেকেও রায় নিয়ে কিছুটা হতাশা ব্যক্ত করা হয়েছে। তারাও এ বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করেছে।
এদিকে রায়ের সুযোগ নিয়ে পুলিশ সমকামীদের লাঞ্ছিত করবে বলে দাবি করছে সমকামিতা নিয়ে আন্দোলনকারীরা।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের দুই বিচারক বিচারপতি জিএস সিংভি ও বিচারপতি এস মুখোপাধ্যায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় সমকামিতাকে প্রকৃতি বিরুদ্ধ ও অবৈধ আখ্যা দিয়ে রায় দেন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর