ঢাকা: সরকার গঠনের জন্য অভিনব উদ্যোগ নিল আম আদমি পার্টি। কংগ্রেসের সমর্থনে আপ সরকার তৈরি করবে কী না সেই সিদ্ধান্ত ছেড়ে দিল দিল্লির সাধারণ মানুষের কাছেই।
মঙ্গলবার দলের আভ্যন্তরীণ বৈঠকের পর একথা ঘোষণা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
সাধারণ মানুষের কাছ থেকে মতামত সংগ্রহের জন্য কিছু নির্দিষ্ট পথ ঠিক করেছে আপ। ২৫ লক্ষ চিঠি বিলি করা হবে রাজধানীর জনসাধারণের মধ্যে।
সরকার গঠনের পক্ষে বা বিপক্ষে তাঁদের মতামত জানতে চাওয়া হবে। ০৮৮০৬১১০৩৩৫ নম্বরে `হ্যাঁ` বা `না` -এর মাধ্যমে এসএমএস করেও এই সম্পর্কে মতামত জানাতে পারেন তাঁরা।
এছাড়াও কেজরিওয়াল জানিয়েছেন প্রতিটি মিউনিশিপ্যাল ওয়ার্ডে জনসাধারণের কাছ থেকে মতামত জানতে মিটিং করা হবে।
আগামী রোববারের মধ্যে মতামত সংগ্রহের কাজ শেষ হবে বলেও জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান। এই মতামতের ভিত্তিতে ২৩ ডিসেম্বর, সোমবার দিল্লির লেফট্যান্যান্ট জেনারেলের কাছে তাদের অন্তিম সিদ্ধান্ত জানাবে `আপ`।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন