ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের লোকসভায় আলোচিত লোকপাল বিল পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
ভারতের লোকসভায় আলোচিত লোকপাল বিল পাস

কলকাতা: ভারতের লোকসভায় পাস হলো বহুল আলোচিত দুর্নীতি বিরোধী লোকপাল বিল।

বিলটি পাস করতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছিলেন আন্না হাজারে।

এই বিল পাসের দাবিতে গোটা ভারতজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়েছিল।

বুধবার লোকসভায় বিলটি উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে পাস হয় বিলটি।

লোকপাল বিল পাস হওয়ায় খুশি কংগ্রেস ও ‍বিজেপি। একমাত্র সমাজবাদী পার্টি এ বিলের জন্য হওয়া ভোটা-ভুটি থেকে বিরত ছিল।

সমাজবাদী পার্টি বিলটির ভোটা-ভুটির সময় সভা থেকে ওয়াক আউট করে।

বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেন, লোকপাল বিলের পাস হওয়ার মূল কারিগর আন্না হাজারে।

বিল পাস হওয়ার পর আন্না হাজারে ভাঙেন তার অনশন। তিনি তার প্রতিক্রিয়ায় বিল সিলেক্ট কমিটিকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।