কলকাতা: ভারতের লোকসভায় পাস হলো বহুল আলোচিত দুর্নীতি বিরোধী লোকপাল বিল।
বিলটি পাস করতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছিলেন আন্না হাজারে।
বুধবার লোকসভায় বিলটি উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে পাস হয় বিলটি।
লোকপাল বিল পাস হওয়ায় খুশি কংগ্রেস ও বিজেপি। একমাত্র সমাজবাদী পার্টি এ বিলের জন্য হওয়া ভোটা-ভুটি থেকে বিরত ছিল।
সমাজবাদী পার্টি বিলটির ভোটা-ভুটির সময় সভা থেকে ওয়াক আউট করে।
বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেন, লোকপাল বিলের পাস হওয়ার মূল কারিগর আন্না হাজারে।
বিল পাস হওয়ার পর আন্না হাজারে ভাঙেন তার অনশন। তিনি তার প্রতিক্রিয়ায় বিল সিলেক্ট কমিটিকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর