ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শ্মশানে সত্‍কারে গিয়ে মদ্যপানে মৃত্যু ৭, আশঙ্কাজনক ৫০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩

কলকাতা: পশ্চিমবঙ্গের তারাপিঠে বিষাক্ত মদ্যপানে মৃত্যু হল ৭ জনের। আশঙ্কাজনক ৫০ জনেরও বেশি।

মঙ্গলবার  রাতে কুতুবপুর থেকে তারাপিঠ শ্মশানে দেহ সত্‍কারে গিয়ে মদ্যপান করেন তাঁরা।

এরপরেই অসুস্থ হয়ে পড়েন প্রত্যেকেই। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় চারজনের।

গুরুতর অসুস্থ ছয়জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়। বাকিদের রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিত্‍সা চলছে।

যে দোকান থেকে মদ কেনার অভিযোগ উঠেছে সেই দোকান মালিকের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া। আর প্রিয় জনদের কান্নার হাহাকার।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।