ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বললেন ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বললেন ব্যবসায়ীরা

দেবযানী খোবরাগাড়কে গ্রেফতার ও দেহ তল্লাশির জন্য বিনা শর্তে যুক্তরাষ্ট্রকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স।

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ ব্যবসার প্রসার ও দু’ দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নীত করার ক্ষেত্রে ভূমিকা পালনকারী ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স একটি বেসরকারি সংস্থা।



সংস্থার পূর্ব ভারতের সভাপতি নায়েক রূপানি এক বিবৃতিতে জানিয়েছেন, ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স মনে করে এই ঘটনা কখনই গ্রহণীয় নয়। তারা আমেরিকার তরফে নিঃশর্ত ক্ষমার দাবি করছেন।

নায়েক রুপানি জানিয়েছেন, যে পদমর্যাদার ব্যক্তির সঙ্গে এ আচরণ করা হয়েছে তা কখনই গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে আরও মন্তব্য করা হয়, যুক্তরাষ্ট্রের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে।

গত বৃহস্পতিবার নিউইয়র্কে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে মার্কিন পুলিশ ভারতের কূটনীতিক দেবযানী খেবরাগেড়কে গ্রেফতার করে। তাকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

বিবস্ত্র করা, শরীরে তল্লাশি চালানোসহ থানায় যৌনকর্মী ও ‍মাদকাসক্তদের সঙ্গে দেবযানীকে থানায় রাখা হয় বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে।

এ ঘটনায় পাল্টা জবাব দিচ্ছে ভারত। ভারতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের সবরকম সূবিধা প্রত্যাহার করাসহ নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাসের চারপাশ থেকে নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নিয়েছে ভারত সরকার।

বাংলাদেশ সময়:  ১৬২৬  ঘণ্টা, ডিসেম্বর ১৯ , ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।