ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৌমাছির দংশনে প্রাণ গেল বৃদ্ধের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
মৌমাছির দংশনে প্রাণ গেল বৃদ্ধের

আগরতলা (ত্রিপুরা): মৌমাছির দংশনে প্রাণ গেল এক বৃদ্ধের। বাবাকে বাঁচাতে এসে মারাত্মক আহত ছেলে।

ঘটনা বিলোনিয়া মহকুমার দক্ষিণ মতাই গ্রামে।

শনিবার সকালের ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। মৌমাছির এমন আক্রমণে এখন গোটা গ্রামের মানুষ আতঙ্কিত।

ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত দক্ষিণ মতাই গ্রাম। সে গ্রামের বাসিন্দা ছিলেন প্রতাপ দত্ত। তার বয়েস ৮৫ বছর। বাড়ির কাছেই এক আমগাছে ছিল বড় একটি মৌচাক। শনিবার শীতের সকালে প্রতাপ দত্ত বসা ছিলেন বাড়ির উঠোনে।

হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে বৃদ্ধ প্রতাপ দত্তকে দংশন করতে থাকে। তার চিৎকার শুনে ছুটে আসেন ছেলে বিশ্বেশ্বর দত্ত এবং ছেলের বউ। তারাও রেহাই পায়নি মৌমাছির এমন বন্য আক্রমণের হাত থেকে। বাড়িতে কাজ করছিলেন শ্রমিকরা। তারাও ছুটে আসেন মৌমাছি তাড়াতে। কিন্তু সবার একই হাল হয়। মৌমাছির দংশনে এক একজনের চোখ মুখ ফুলে যায়। শেষ পর্যন্ত খড়ের গোদায় ধোঁয়া দিয়ে তাড়ানো হয় মৌমাছি

মৌমাছি তাড়ানোর পর বাড়ির মালিক প্রতাপ দত্তকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানে নেবার পথেই মারা যান প্রতাপ দত্ত। প্রতাপ দত্তের মৃত্যু যে মৌমাছির দংশনেই হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করেছেন মতাই হাসপাতালের চিকিৎসকও।  

মতাই হাসপাতালে এখন ভর্তি প্রতাপ দত্তের ছেলে বিশ্বেশ্বর দত্ত। তার অবস্থা বেশ গুরুতর। বাকি পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় হাসপাতাল থেকে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।