নয়াদিল্লি: উপ-রাজ্যপালের ভবন থেকে বেড়িয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন রামলীলা ময়দানে হবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান।
সোমবার একটি আকাশী রঙের মারুতি ওয়াগন গাড়িতে চেপে উপ-রাজ্যপালের ভবনে গিয়ে সরকার গঠনের আর্জি জানালেন অরবিন্দ কেজরিওয়াল।
কোন লাল বাতি লাগানো গাড়ি কিংবা কোন নিরাপত্তা বলয় তাকে ঘিরে ছিলা না। ছিল না সমর্থকের কোন বিরাট মিছিল।
একেবারেই সাদামাটাভাবে উপ-রাজ্যপালের ভবনে হাজির হন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী। সঙ্গে দলের কয়েকজন হাতেগোনা নেতৃবৃন্দ।
নির্বাচনের আগেই কেজরিওয়াল ঘোষণা করেছিলেন তার দলের কোন নেতা বা মন্ত্রী লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করবেন না। সাধারণ মানুষ যে নিরাপত্তা পান তার বেশি কোন নিরাপত্তা তার দলের কেঊ কোন সময় নেবেন না।
তবে কড়া সুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল উপ-রাজ্যপালের ভবনে। সেখানে যাতে কোন রকম ভাবেই কোন অবাঞ্ছিত ব্যক্তি ঢুকে যেতে না পারে সেই কারণে জোরদার করা হয়েছিল নিরাপত্তা। সেখানে ব্যাপক ভিড় ছিল মিডিয়ার।
রাজ ভবনে যাওয়ার পথে চলতি মানুষরা কেজরিওয়ালের গাড়ির দিকে হাত তুলে অভিবাদন জানান। চলতি বাইক থেকে আরোহীরা করমর্দন করেন কেজরিওয়ালের সঙ্গে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা,২৩ ডিসেম্বর , ২০১৩