ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীতেও নিশ্চুপ আন্না

নয়াদিল্লি ও কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীতেও নিশ্চুপ আন্না অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেই শপথ নিতে যাচ্ছেন- তারপরও নিশ্চুপ রয়েছেন ভারতে দুর্নীতি বিরোধী আন্দোলনে সাড়া ফেলে দেওয়া আন্না হাজারিকা।  

অবশ্য নির্বাচনে বিজয়ী হলে কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছিলেন আন্না হাজারিকা।

এক বছর আগে কেজরিওয়ালের দল গড়ার পক্ষেও সায় ছিল না গুরু আন্না হাজারিকার।

‘এটা আমার বিজয় নয়। এ বিজয় আম আদমীর (সাধারণ মানুষের)। আমি নই- মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমী। ’ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাদিম জং-এর সঙ্গে বৈঠক শেষে বেড়িয়ে এ কথা বলেন কেজরিওয়াল।

সোমবার দুপুরে দিল্লিতে উপ-রাজ্যপালের ভবন থেকে বেড়িয়ে আম আদমীর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন রামলীলা ময়দানে হবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। যেখানে সরাসরি বহু মানুষ এ অনুষ্ঠান দেখতে পারেন।

সোমবার একটি আকাশী রঙের মারুতি ওয়াগন গাড়িতে  চেপে উপ-রাজ্যপালের ভবনে গিয়ে সরকার গঠনের আর্জি জানান অরবিন্দ কেজরিওয়াল।

কোন লাল বাতি লাগানো গাড়ি কিংবা কোন নিরাপত্তা বলয় তাকে ঘিরে ছিলা না। ছিল না সমর্থকের কোন বিরাট মিছিল।

একেবারেই সাদামাটাভাবে উপ-রাজ্যপালের ভবনে হাজির হন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী। সঙ্গে দলের কয়েকজন হাতেগোনা নেতৃবৃন্দ।

নির্বাচনের আগেই কেজরিওয়াল ঘোষণা করেছিলেন তার দলের কোন নেতা বা মন্ত্রী লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করবেন না। সাধারণ মানুষ যে নিরাপত্তা পান তার বেশি কোন নিরাপত্তা তার দলের কেঊ কোন সময় নেবেন না।

তবে কড়া সুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল উপ-রাজ্যপালের ভবনে। সেখানে যাতে কোন রকম ভাবেই কোন অবাঞ্ছিত ব্যক্তি ঢুকে যেতে না পারে সেই কারণে জোরদার করা হয়েছিল নিরাপত্তা। সেখানে ব্যাপক ভিড় ছিল মিডিয়ার।

রাজ ভবনে যাওয়ার পথে চলতি মানুষরা কেজরিওয়ালের গাড়ির দিকে হাত তুলে অভিবাদন জানান। চলতি বাইক থেকে আরোহীরা করমর্দন করেন কেজরিওয়ালের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।