আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় সার কারখানা নির্মাণ হচ্ছে আগামী বছর। প্রস্তাবিত সার কারখানার জন্য রাজ্য সরকার সংস্থাকে ৮০০ একর জমি দিয়েছে।
ওএনজিসি’র এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, জমি পাওয়া গেছে। ত্রিপুরার উনকোটি জেলায় জমির বন্দোবস্ত দিয়েছে রাজ্য সরকার। এখন কারাখান নির্মাণ শুধু সময়ের অপেক্ষা মাত্র। আগামী বছর থেকেই শুরু হবে কারখানা নির্মাণ কাজ।
মৌ স্বাক্ষরিত হওয়ার পর রাজ্য সরকার তোড়জোড় শুরু করে জমি দেবার ব্যাপারে। ত্রিপুরা সরকার ঊনকোটি জেলার কোবাল গ্যাস ফিল্ডে ৮০০ একর জমি দিয়েছে ওএনজিসি’কে।
এ বছর এপ্রিল মাসে মৌ স্বাক্ষরিত হয় ওএনজিসি, চম্বল ফার্টিলাইজার এবং রাজ্য সরকারের মধ্যে। কারখানায় রাজ্য সরকারের শেয়ার থাকবে মাত্র দশ শতাংশ। বাকি দুটি সংস্থার শেয়ার থাকবে ৪৫ শতাংশ করে। কারখানাটি হবে গ্যাস নির্ভর।
দীর্ঘ দিন ধরেই রাজ্যে একটি সার কারখানা গড়ার ব্যাপারে কথাবার্তা চলছিল। শেষ পর্যন্ত ওএনজিসি এবং টাটা গোষ্ঠী এগিয়ে আসে এই কারখানা গড়ার ব্যাপারে। এই কারখানা গড়া হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এখান থেকে উৎপাদিত সার যাবে গোটা উত্তরপূর্বাঞ্চলে এবং বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন