কলকাতা: প্রভু যিশুকে বড়দিনের আবেগ ভরে স্মরণ করল কলকাতা। প্রার্থনা, মোমের আলো আর উৎসবের মূর্ছনায় মেতে উঠল তিলোত্তমা কলকাতা।
২৪ ডিসেম্বরের রাতে বড়দিনকে আমন্ত্রণ করতে শহরের উৎসবের মেজাজে বাড়ির বাইরে হাজির ছিলেন প্রায় ১২ লক্ষ মানুষ।
আগে থাকতেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। মায়াবী আলোয় সেজে উঠেছিল সেন্ট পলস ক্যাথেড্রল থেকে পার্ক স্ট্রিটের সব কটি রাস্তা। রাত বাড়তেই শীতের ওম গায়ে মেখে পথে নেমে আসেন বহু মানুষ।
পার্ক স্ট্রিটের রাস্তার মধ্যেই ড্রাম, গিটার নিয়ে সমবেত সঙ্গীতে মেতে ওঠেন সাধারণ মানুষ। রাতের কলকাতা রূপ নেয় কার্নিভালের।
মধ্যরাতের প্রার্থনায় কলকাতা স্মরণ করে- ক্ষমা, ত্যাগ আর শান্তির প্রতীক এক মহামানবকে। ক্রুশে বিদ্ধ হওয়ার সময়ও তিনি শুনিয়েছিলেন সহিষ্ণুতার ললিত বাণী।
বড়দিনের সকালে ব্যাপক ভিড় আলিপুর চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া মেমরিয়াল, নিকো পার্কে। শীতের রোদ গায়ে মেখে হাজির লক্ষ লক্ষ মানুষ।
কলকাতায় অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া বো–ব্যারাক সেজে উঠেছে আলোর মেলায়। পথের মধ্যেই শুরু হয়েছে বো-ব্যারাকের বিখ্যাত ড্রাগন নৃত্য।
গোটা বড়দিন জুড়ে শহর কলকাতার একটাই আকুতি- থাকুক শান্তি, সৌহার্দ আর সম্প্রীতি।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর