আগরতলা (ত্রিপুরা): জীবনের খন্ড খন্ড কাহিনী নিয়ে বই লিখেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
‘অতীত দিনের স্মৃতি’ নামের বইটি আগামী ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে।
স্মৃতিচারণামূলক বইটিই মানিক সরকারের লেখা প্রথম বই। তবে এটি পুরোপুরি তাঁর আত্মজীবনী নয়। কিশোর থেকে মুখ্যমন্ত্রী হয়ে উঠা পর্যন্ত তাঁর জীবনের বিভিন্ন ঘটনা স্থান পেয়েছে বইয়ে।
বইটির প্রকাশক ‘জ্ঞান বিচিত্রা’ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী দেবানন্দ দাম বলেন, একজন মুখ্যমন্ত্রীর কাহিনী নয়, বইটির পাতায় পাতায় ছড়িয়ে আছে একজন সাধারণ মানুষের জীবনের দুর্লভ কিছু ঘটনার বিশেষ মুহূর্তের কথা। তাঁর স্কুল-কলেজ জীবন, নকশাল আন্দোলন, নাটকে অভিনয়, ভারতের জরুরী অবস্থার সময় আত্মগোপনে থাকা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের কাজকর্মের জীবন্ত ছবি মহিমাময় হয়ে উঠেছে তাঁর নিজের জবানীতে।
তিনি আরো বলেন, মানিক সরকার অত্যন্ত সহজ সরল ভাষায় এসব কথা তুলে ধরেছেন বইটিতে।
২ জানুয়ারি নজরুল কলাক্ষেত্রে বইটি প্রকাশ করবেন মানিক সরকারের শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র আচার্য। এছাড়া প্রকাশনা অনুষ্ঠানে মানিক সরকারের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন