ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেট্রো চড়ে শপথে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
মেট্রো চড়ে শপথে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ঢাকা: জনগণের নেতা তিনি। তাই সাধারণ মানুষের সঙ্গে একসাথে দিল্লি মেট্রো চড়ে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন।



জানিছেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে থাকবেন তার ভাবী মন্ত্রিসভার সদস্য ও সমর্থকরা।

কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন তার দলের কোনো নেতা-মন্ত্রী লাল আলো লাগানো গাড়িতে চড়বেন না। তিনি নিজেও সরকারি বাংলো ও গাড়ি গ্রহণ করেন নি। তবে আম আদমির সঙ্গে মেট্রো চড়ে শপথ গ্রহণ করতে যাওয়া ভারতে এই প্রথম।

শপথ গ্রহণের আগের দিন শুক্রবারই কেজরিওয়াল কেন্দ্র সরকারের বিরুদ্ধে সিএনজির দাম বাড়ানোর অভিযোগ এনে দাম পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি আন্না হাজারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। যদিও আন্না হাজারে এখন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানান নি।

বাংলাদেশ সময়: ১৪৫৫  ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।