ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ট্রেনে আগুন, ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
ভারতে ট্রেনে আগুন, ২৩ জনের প্রাণহানি

ঢাকা: ভারতের চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত হয়েছে। শনিবার সকালে অন্ধপ্রদেশের অনন্তপুর জেলার কোঠাচেরু রেল স্টেশনের কাছে ওই অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, নান্দেদ-বেঙ্গালর এক্সপ্রেস ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে হঠাৎ আগুন ধরে।   ৬২ থেকে ৭২টি আসন বিশিষ্টি বগিটিতে দুর্ঘটনার সময় ৫৭ জন যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক যাত্রী নিরাপত্তা শিকল টেনে ধরেন এবং লাফিয়ে পড়েন। কিন্তু ভয়াবহ আগুনে ২৩ জন পুড়ে মারা যান।

আহতদের ধর্মাভারাম ও পুত্তাপার্থী শহরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপণকর্মীরা। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া মরদেহগুলো তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

সংরক্ষিত আসন তালিকা দেখে নিহত যাত্রীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ।

কীভাবে অগ্নিকাণ্ড ঘটল তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত বগির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।