ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পরিবহনে যোগ হল হেলিকপ্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
পশ্চিমবঙ্গে পরিবহনে যোগ হল হেলিকপ্টার

কলকাতা: বছর শেষের মুহূর্তে মমতার সরকার পশ্চিমবঙ্গবাসীকে নববর্ষের উপহার দিলেন হেলিকপ্টার। এই রোববার থেকে শুরু হচ্ছে হেলিকপ্টার সার্ভিস।



এখন কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলা-থানায়  যাওয়ার জন্য পাওয়া যাবে হেলিকপ্টার। জানালেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। সপ্তাহে চারদিন এই পরিসেবা পাওয়া যাবে।

রোববার হেলিকপ্টারে করে যাওয়া যাবে কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর। এখানেই কয়েকদিন বাদে শুরু হতে চলেছে গঙ্গাসাগরের মেলা। ভাড়া মাথাপিছু দেড় হাজার রুপি।

সোমবার কলকাতা থেকে বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুর। মাথাপিছু ভাড়া আড়াই হাজার রুপি।

বুধবার হেলিকপ্টার যাবে কলকাতা থেকে মালদা হয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। মালদা পর্যন্ত মাছাপিছু ভাড়া তেরোশো রুপি। বালুরঘাট গেলে ভাড়া পড়বে পনেরোশো রুপি। শনিবার হেলিকপ্টারে চেপে যাওয়া যাবে বীরভূমের শান্তিনিকেতনে ভাড়া মাথাপিছু দেড় হাজার রুপি।
 
সপ্তাহে এই চারদিন বেহালা ফ্লাইং ক্লাব থেকে সকাল সাড়ে দশটার সময় কপ্টারগুলি ছাড়বে। প্রতি সফরে যেতে পারবেন সাত জন যাত্রী। রাজ্য সরকার বেসরকারি এক সংস্থার কাছ থেকে একটি হেলিকপ্টার ভাড়া করেছে।

কপ্টারটি মাসে চল্লিশ ঘণ্টা ব্যবহার করবে রাজ্য সরকার। চারদিন যাত্রী পরিসেবা এবং বাকি দিনগুলিতে সরকারি কাজে ব্যবহৃত হবে হেলিকপ্টারটি। এর জন্য পবনহংসকে মাসে ৫০ লক্ষ রুপি ভাড়া দেবে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।