আগরতলা (ত্রিপুরা): জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে ত্রিপুরায়। ইতোমধ্যেই তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
নির্ধারিত সময়ের কিছু আগেই এবার শীত পড়তে শুরু করে রাজ্যে। তাছাড়া, এবার শীত কিছুটা বেশি পড়ার ইঙ্গিত আগেই দিয়েছেন আবহাওয়াবিদরা।
এমনিতেই এবার রাজ্যে বর্ষা মৌসুমে বৃষ্টি হয়েছে কম। তার ওপর শীত এগিয়ে এসেছে রাজ্যে। রাজ্য আবহাওয়া অফিসের ডিরেক্টর ডি সাহা বাংলানিউজকে জানিয়েছেন, সাধারণত রাজ্যে ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামে নভেম্বরের ১৫ তারিখের পর। গত বছরও একই ঘটনা ঘটেছিল। কিন্তু এবার নভেম্বরের প্রথম সপ্তাহেই তাপমাত্রা নেমে যায় ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর ডিসেম্বর শেষ হওয়ার দিকে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
তীব্র শীতের সঙ্গে যুক্ত হয়েছে কুয়াশা। সন্ধ্যা হতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানীসহ গোটা রাজ্য। কুয়াশার কারণে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
গত মৌসুমে ত্রিপুরার ৪০ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এবার ঠাণ্ডা অবস্থা দেখে আবহাওয়াবিদরা শঙ্কা প্রকাশ করে বলছেন, হয়তো গতবারের চেয়েও কমবে এবারের তাপমাত্রা।
শনিবার আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর