নয়াদিল্লি: নাবাবী ঐতিহ্যের ধারক দিল্লিতে শপথ গ্রহণের পরের দিনই “আম দরবার” বসালেন দিল্লির কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
নবাবী আমলে এই ধরনের “আম দরবার”-এর কথা ইতিহাসে পাওয়া যায়।
এই আধুনিক রাজনীতির যুগে যখন সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যম থেকে ইন্টারনেট প্রচারের এবং যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠছে তখন জনসংযোগের এই পদ্ধতি অভিনব।
রোববার প্রায় ১৫০ জন মানুষ কেজরিওয়ালের দরবারে আসেন। তাঁদের সঙ্গে কথা বলেন কেজরিওয়াল।
জনতার দরবারে ১০ দিন সময় চেয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। কথা দিয়েছেন তার মধ্যেই সমস্যার সমাধানের।
শনিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণের সময় সাধারণ মানুষকে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে চলার কথা বলেন। অভিযোগ, আবেদন সব খোদ মুখ্যমন্ত্রীকে সরাসরি বলার প্রস্তাব রাখেন কেজরিওয়াল।
ভারতের রাজনীতিতে `আম আদমির` গুরুত্বকে কিছুটা বেশি প্রাসঙ্গিক করে দিয়েছেন কেজরিওয়াল। এখন দেখার বিষয় কেজরিওয়ালের এই নয়া কৌশল কতোটা কাজে আসে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন