আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার করবুক মহাকুমার এক প্রত্যন্ত আদিবাসী জনপদে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে কৃষ্ণদা ত্রিপুরা নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও সন্ত্রাসবাদীদেরকেই এর জন্য সন্দেহ করা হচ্ছে।
রোববার করবুক মহকুমার পূর্ব করবুক এডিসি ভিলেজে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণদা ত্রিপুরা। রাতে কে বা কারা ঘরের বাঁশের বেড়ার ফাঁক দিয়ে তাকে গুলি করে চলে যায়। সোমবার সকালে করবুক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত কৃষ্ণদা ত্রিপুরার সঙ্গে কারো শত্রুতা ছিল না বলে জানিয়েছেন তার ভাই। পরিবারের অভিযোগ জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সোমবার সকালে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন এলাকার বিধায়ক প্রিয়মনি দেববর্মা।
গত দুই বছরে ত্রিপুরায় জঙ্গিদের হাতে কোনো খুনের ঘটনা ঘটেনি। তাই সত্যিই এই ঘটনা জঙ্গিরা ঘটিয়ে থাকলে প্রশাসনের জন্য যে চিন্তা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
তাছাড়া ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে বিএসএফ ক্যাম্প। কাছেই টিএসআর জওয়ানদের ক্যাম্পও রয়েছে। এ রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এই খুন তাই অনেক প্রশ্নেরও জন্ম দিয়েছে।
বাংলাদেশ সময় : ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাক্টিং আউটপুট এডিটর