ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

থার্টিফার্স্ট উপলক্ষে কলকাতায় বিশেষ সর্তকতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩

কলকাতা: ইংরেজি নতুন বছরের উৎসব সামনে রেখে কলকাতায় জারি হয়েছে বিশেষ সতর্কতা।

কলকাতার থার্টিফার্স্ট নাইটে উৎসবের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে।

লাগানো হয়েছে প্রচুর গোপন ক্যামেরা। এ এলাকায় অবস্থিত সবকটি রেস্তরাঁকে আনা হয়েছে গোপন ক্যামেরার আওতায়।

নামানো হয়েছে বিশেষ মহিলা পুলিশ। নারীদের যেন উত্যক্ত করার ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। থাকছে পুলিশের প্রশিক্ষিতও কুকুরও। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর।

এছাড়া মদ্যপান করে গাড়ি চালানো প্রতিরোধে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

উপর থেকে নজরদারি চালানোর জন্য বানানো হয়েছে কিছু অস্থায়ী পুলিশ বুথ। এছাড়াও বহুতল বাড়িগুলো থেকে থাকবে পুলিশি নজরদারির ব্যবস্থা।

প্রতিটি গোপন ক্যামেরায় তোলা ছবি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা হবে বলেও জানা গেছে। নিষিদ্ধ হবে পার্ক স্ট্রিটের সামনের বেশ কিছু রাস্তায় গাড়ি চালানো।

নতুন বছরের উৎসব উপলক্ষে পার্ক স্ট্রিট ছাড়াও গোটা কলকাতাতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।