কলকাতা: গোটা দেশের একই ‘টাইম জোন’ ভেঙ্গে পৃথক টাইম জোন ঘোষণা করল আসাম। ফিরিয়ে আনল `গার্ডেন টাইম` (ডে লাইট সেভিং টাইম)।
ব্রিটিশরা মূলতঃ আসামের চা বাগানের কাজের সময়কে বিচার করে এই ‘টাইম জোন’ করেছিল। এই ঘড়ি ভারতীয় ষ্ট্যাণ্ডার্ড টাইমের তুলনায় এক ঘণ্টা এগিয়ে।
আসামসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে শীতকালে সাধারণত ভোর ৫টার সময় সূর্যোদয় হয়। সূর্য শীতকালে অস্ত যায় বিকেল ৫টায়।
গ্রীষ্মকালে আরও কিছুটা দেরি করে সূর্য ওঠে। এর ফলে ভারতীয় স্ট্যান্ডার্ড সময় হিসেবে চলতে গেলে কিছুটা কাজের সময় নষ্ট হয়।
আসাম সরকার শুক্রবার এই নতুন ‘টাইম জোন’-এর প্রস্তাব করেছে। এই নতুন ‘টাইম জোন’ কার্যকারী করতে হলে ভারত সরকারের অনুমোদন লাগবে।
এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার একই দেশে দুই ‘টাইম জোন’র অনুমতি দেয়া কিনা।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন