আগরতলা (ত্রিপুরা): অপরাধ দমনে নয়া ব্যবস্থা চালু করল ত্রিপুরা পুলিশ। এখন থেকে রাজ্যে সংগঠিত যে কোন অপরাধ সংরক্ষিত থাকবে বিশেষ সফটওয়্যারে।
শুক্রবার এই বিশেষ পদ্ধতির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্য পুলিশে চালু হওয়া এই পদ্ধতির নাম ‘ক্রাইম অ্যান্ড ক্রিমিন্যাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম’। সংক্ষেপে যাকে বলা হচ্ছে সিসিটিএনএস।
এই পদ্ধতিতে যে কোন থানা এলাকায় সংগঠিত যে কোন অপরাধ সংক্রান্ত ঘটনা ডাটা বেসে মজুত থাকবে। শুধু অপরাধের ঘটনাই নয় থাকবে অপরাধীদের সম্পর্কে যাবতীয় সব তথ্যও। এমনকি অপরাধীদের ডিএনএ’র নমুনাও থাকবে এখানে।
রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, এরফলে অপরাধীদের ধরা আরও সহজ হবে। যে কোন অপরাধী এবং তার অপরাধের ধরণ সম্পর্কে সব তথ্য মজুত থাকবে। এক থানার তদন্তকারী অফিসার অন্য থানায় কোন অপরাধীর কাজ কর্ম সম্পর্কে জানতে পারবেন। এতে তদন্তে গতি আসবে বলে তিনি জানিয়েছেন।
সবচেয়ে বড় কথা রাজ্যে সংগঠিত যে কোন ধরনের বড় ঘটনা মুহূর্তের মধ্যে চলে আসবে এই ডাটাবেসে।
মানিক সরকার এই পদ্ধতির উদ্বোধন করে বলেন, রাজ্য পুলিশকে আধুনিক এবং প্রযুক্তিগত দিক থেকে সময়োপযোগী করে তোলার জন্য রাজ্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। প্রযুক্তিগত দিক থেকে প্রশিক্ষণ দেয়া হবে রাজ্য পুলিশের কর্মীদেরও বলে জানান মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন