ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার পশ্চিমবঙ্গে ‘টেলি একাডেমি অ্যাওয়ার্ড’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
এবার পশ্চিমবঙ্গে ‘টেলি একাডেমি অ্যাওয়ার্ড’

কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে টেলিভিশন শিল্পীদের জন্য ‘টেলি একাডেমি অ্যাওয়ার্ড’ চালু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ছোট ও বড় পর্দার তারকাদের মিলনমেলা।



অনুষ্ঠানে টেলিভিশন শিল্পের উত্‍কর্ষ বাড়াতে কলকাতার নিকটে বারুইপুরে উন্নতমানের স্টুডিও তৈরির ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

এ সময় টেলিভিশন শিল্পীদের উন্নতিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন খ্যাতিমান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, অভিনেতা মনোজ মিত্র প্রমুখ।

অনুষ্ঠানে নাম উল্লেখ না করলেও অতীতে শিল্পীরা সম্মান পেতেন না বলে বাম সরকারের সমালোচনা করেন মাধবী মুখোপাধ্যায়।

ছোট পর্দার তারক‍াদের পাশাপাশি অনুষ্ঠানে সত্যজিতের ফেলুদা খ্যাত সব্যসাচী চক্রবর্তী, বিশ্বজিত্‍ চট্টোপাধ্যায়, প্রসেনজিত্‍, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়ের মতো বড় পর্দার তারকারাও উপস্থিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টেলিভিশন জগতের ১৭০ জন শিল্পীকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়:  ১৪০৭  ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।