আগরতলা (ত্রিপুরা): রোববার বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের আঁচ এসে লেগেছে ত্রিপুরাতেও।
ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ কর্তৃপক্ষ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক সি বালাসুব্রাম্নিয়ম।
তিনি বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।
তিনি আরও বলেন, রাজ্য পুলিশের আওতায় থাকা মোবাইল টাস্ক ফোর্সকেও নির্দেশ দেয়া হয়েছে যেকোন অবস্থার জন্য তৈরি থাকার জন্য। তারা ২৪ ঘণ্টা সীমান্ত এলাকার রাস্তা ধরে টহল দিচ্ছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, রাজ্য পুলিশ এবং বিএসএফের গোয়েন্দা বিভাগ প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করছেন।
এর আগে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কখনও ত্রিপুরায় এমন সতর্কতা অবলম্বন করা হয়নি।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর