ঢাকা: পৌষের শেষ বেলায় এসে শীতের চাদরে ঢেকেছে পুরো কলকাতা নগরী। বৃহস্পতিবার কলকাতায় রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এটি স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এমন শীত আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন আরহাওয়া অফিসের কর্মকর্তারা।
শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগের অন্ত না থাকলেও বাহারি শীতের পোশাক পরা বাঙালিকে দেখাচ্ছে কারনিভালের মেজাজে। ভিড় জমেছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ময়দানে।
পাড়ার মোড়ে মোড়ে অস্থায়ী দোকানে হাজির জয়নগরের মোয়া আর পাটালি গুড়। বাড়িতে বানানো পিঠার রেওয়াজ কোনো কোনো বাড়িতে আজও বজায় আছে। তবে দোকানেও পুলি পিঠা বিক্রির ধুম পড়েছে।
ফুলকপি, বাধাকপি, দার্জিলিংয়ের কমলা লেবুতে ভরে আছে বাজার।
কিছুটা কনকনে আমেজের সঙ্গে আছে শীতকালের মৌসুমী কিছু অসুখ-বিসুখও। তবে সেসব সমস্যাকে উড়িয়ে দিয়ে শীতকে পুরোদমে উপভোগ করছে কলকাতাবাসী।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/এএ