ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছেন সুচিত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছেন সুচিত্রা

কলকাতা: চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছেন না সুচিত্রা সেন। স্বাভাবিক ভাবে খাওয়া দাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছেন।



বৃহস্পতিবার থেকেই মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়।

খবর পেয়েই বৃহস্পতিবারই মহানায়িকাকে দেখতে নার্সিংহোমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা তিনি ছিলেন সেখানে।

ফুসফুসের সংক্রমণের প্রভাবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। তাকে ফিজিওথেরাপি করানো হচ্ছে। ইনটেনসিভ চেস্ট ফিজিওথেরাপি চলছে তাঁর।

ভাইব্রেটরের সাহায্যে ফুসফুসে জমে থাকা কফ বের করে আনার চেষ্টা করা হচ্ছে বলে মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

বুধবার সন্ধ্যা থেকে তাঁর নতুন করে শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে নেবুলাইজেশন দেওয়া হয়। আবার চালু করা হয় নন ইনভেসিভ ভেন্টিলেশন।

তাঁর ক্যালোরি যুক্ত খাবার প্রয়োজন। নিউট্রিশনিস্টের পরামর্শ মতো সুচিত্রা সেনকে নরম খাবার দেওয়া হচ্ছে। তবে মুখে কিছুই প্রায় তুলছেন না মহানায়িকা।

সব মিলিয়ে মহানায়িকা এখনও সঙ্কটজনক বলেই মত প্রকাশ করছেন হাসপাতালের চিকিত্সকেরা।

সংকটে মহানায়িকা

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।