কলকাতাঃ কলকাতা নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় ঘন কুয়াশার জন্য বাঁধাপ্রাপ্ত হয়েছে উড়ান পরিসেবা। বেশ কিছু উড়ান ছাড়তে দেরি হয়েছে ।
ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম বলে বিমান ছাড়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিমান বন্দর কর্তৃপক্ষ।
বেশ কিছু বিমান বিমানবন্দরে নামার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার সমস্যা মিটে গেলে পরিসেবা স্বাভাবিক হবে।
আবহাওয়া দপ্তর জানায়- রাজস্থানের উপর দিয়ে একটি নিম্নচাপ পশ্চিম বঙ্গের দিকে এগিয়ে আসছে এরফলে একদিকে যেমন বাঁধা পাচ্ছে উত্তরে হওয়া অন্যদিকে এর ফলেই বাড়ছে কুয়াশা।
আগামী কয়েকদিনে এই রকম কুয়াশা থকবে বলে অনুমান করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন