কলকাতাঃ আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বই মেলা। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।
শুক্রবার কলকাতা বই মেলা নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক হয় রাজ্য সরকারের।
এ বছর রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের স্টল থাকবে বই মেলায়।
রাজ্য সরকারের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য সচিব অত্রি ভট্টাচার্য। বই মেলা নিয়ে এই প্রথম সরকারের সঙ্গে বৈঠকে বসেন উদ্যোক্তারা।
আগামী ১৪ জানুয়ারি আবার বৈঠক হবে। আশা করা হচ্ছে ওই দিনই জানা যাবে বইমেলার থিম সম্পর্কে। ওই তারিখের বৈঠকেই স্থির হবে বই মেলার প্রবেশ মূল্যের বিষয়টি। বই মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন