আগরতলা (ত্রিপুরা) : খিচুরি খেয়ে মারা গেল দুই শিশু। ঘটনা ত্রিপুরা-আসাম সীমান্তে।
ধর্মনগরের গ্রাম মহেশপুর। একেবারে আসাম সীমান্ত লাগোয়া। এলাকাটি উপজাতি অধ্যুষিত। সেখানে রয়েছে চাবাগান। সেই বাগানেই শুক্রবার ছিল এক শ্রাদ্ধের অনুষ্ঠান। শ্রাদ্ধ উপলক্ষে খাওয়ানো হয় খিচুরি। পাড়ার বিভিন্ন বাড়ির লোকজন সেখানে খিচুড়ি খায় দুপুরবেলা।
খিচুড়ি খাবার পর বিকালে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অনেকেই বমি করতে থাকেন। তাদের নিয়ে ভর্তি করানো হয় ধর্মনগরের ব্রজেন্দ্রনগর প্রাথমিক হাসপাতালে।
হাসপাতালে নেবার পর মারা যায় দুই শিশু। বাড়ির লোকজন জানায় শিশু দুটির রক্তবমি হচ্ছিল। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দুই শিশুর নাম অঞ্জলি তাঁতি, বয়স ৬ এবং সঞ্চারী তাঁতি বয়স দশ। ব্রজেন্দ্রনগর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়ার ফলেই এ ঘটনা।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন