ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুনীলস্মারক পুরস্কার প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সুনীলস্মারক পুরস্কার প্রদান

কলকাতা: শনিবার সন্ধ্যায় কলকাতার রাজভবনে সুনীল গঙ্গোপাধ্যায় স্মারক পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দ্য বেঙ্গল এর পক্ষ থেকে বাংলা সাহিত্য কর্ষতার উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।



২০১২ সালের জন্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ২০১৩ সালের জন্য কবি শঙ্খ ঘোষের হাতে এই এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। দু,লক্ষ টাকা, একুটি শাল এবং মানপত্র তুলে দেওয়া হয় তাঁদের হাতে।

এই ধরনের উদ্যোগের জন্য দ্য বেঙ্গলের প্রশংসা করেন প্রণব মুখার্জি। তিনি বলেন সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের মধ্যে না থাকলেও তাঁর কবিতার মধ্যেই তিনি বেঁচে আছেন। বাংলা কবিতায় তিনি এক নতুন ধারা নিয়ে এসেছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণ, মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার শেরিফ রঞ্জিত মল্লিক, দ্য বেঙ্গলের চেয়ারম্যান হরিমোহন বাঙুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।