কলকাতা: শেষ ইচ্ছা পূরণ হচ্ছে না বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের। পরিবারের লোকজনের কাছে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন মারা যাওয়ার পর যেন বর্তমান সিরাজগঞ্জ (তখনকার বৃহত্তর পাবনা) জেলার বেলকুচি উপজেলার সেনভাঙা গ্রামে তার শেষকৃত্য হয়।
সুচিত্রা সেনের সেই ইচ্ছার কথা ভারত ও বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক তৎপরতা ছিলো কি না জানা যায়নি।
শুক্রবার সকালে কলকাতার স্থানীয় সময় ৮টা ২৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুচিত্রা সেন।
মারা যাওয়ার পর ভারতের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা দিলেন, সুচিত্রা সেনের শেষকৃত্য হবে কলকাতার কেওড়া তলা মহাশ্মশানে।
এর আগে তার মরদেহ নিয়ে যাওয়া হতে পারে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে।
তিনি বলেন, বৃহস্পতিবারও তার পরিবারের সকলকে চিনতে পারছিলেন এই মহানায়িকা। মমতা বন্দোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে সুচিত্রার পরিবারকে গভীর সমবেদনা জানান।
মমতা বলেন, গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে সুচিত্রা সেনের ভক্ত। কিন্তু পরিবারের ইচ্ছানুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হবে অনাড়ম্বর ভাবে।
রাজ্য সরকারের তরফ থেকে তাকে ‘গান স্যালুট’ প্রদান করা হবে।
এই কেওড়াতলা মহা শ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছিল মহানায়ক উত্তম কুমারের।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর