কলকাতা: ক্যারিয়ারে অনেক বাঘা বাঘা বোলারকে চার-ছয় মেরেছেন। সোজা ব্যাটে মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে উড়িয়ে দিয়েছেন অনেকের স্বপ্ন।
পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনিক ভবন ‘নবান্নে’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়ে দিলেন, রাজনীতি নয় তিনি খেলার মানুষ, তাই খেলা আর মাঠ নিয়েই থাকতে চান।
সৌরভ রাজনীতিতে আসছেন, প্রায় এক মাস ধরেই এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল কলকাতার বাতাসে।
প্রথমে বিজেপি ও পরে কংগ্রেসের হয়ে ‘দাদা’র ভোটে দাঁড়ানো নিয়ে শুরু হয়েছিল অনেক জল্পনা-কল্পনা।
এমনকি রাজ্যের কিছু রাজনৈতিক নেতা এ বিষয়ে মতামত জানার সৌরভের বাড়িতে গিয়ে দেখাও করেছিলেন।
তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম এ কিংবদন্তী। সাথে এও জানালেন যে, রাজনীতি নয় খেলাই তাঁর প্রথম পছন্দ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর